করোনাতে গবাদিপশুর জন্য করনীয় কাজ
2020-04-13
বর্তমানে নভেল করোনা ভাইরাস নিয়ে সবাই খুব ভয়ে আছেন। কিন্তু সবার জানা দরকার যে গবাদিপ্রাণির মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না। তাই আপনারা যারা খামারে কাজ করেন তাদের জন্য ভয়ের কিছু নেই, নিশ্চিন্তে কাজ করতে পারেন। তবে এই পরিস্থিতে মানুষের পাশাপাশি গবাদি প্রাণীরও যত্ন নেওয়া উচিত। গবাদি প্রাণীর যত্নের ক্ষেত্রে যে সব বিষয় করনীয়, তার একটা তালিকা নীচে দেওয়া হোলঃ
১। নিয়মিত জীবানুনাশক দিয়ে ভাল করে গবাদিপ্রাণির থাকার স্থান, খাবারের বাসনপত্র পরিষ্কার করতে হবে।
২। গবাদি প্রাণীকে নিয়মিত পরিষ্কার পানি দিয়ে গোসল করাতে হবে।
৩। রোগে আক্রান্ত প্রাণিকে সুস্থগুলো থেকে আলাদা রাখতে হবে।
৪। প্রতিদিন প্রচুর পরিমানে পরিষ্কার পানি খাওয়াতে হবে।
৫। গবাদিপ্রাণির জন্য পর্যাপ্ত পরিমানে সুষম খাবারের ব্যবস্থা করতে হবে।
৬। খামারে উৎপাদিত বর্জ্য নির্দিষ্ট স্থানে মাটি চাপা দিয়ে রাখতে হবে।
৭। গবাদি প্রাণীকে পঁচা বাসি খাবার খাওয়ানো যাবেনা।
৮। দুধ দোহনের পূর্বে জীবানুনাশক দিয়ে ওলান ধুয়ে নিতে হবে এবং যিনি দুধ দোহন করবেন তার হাতও আগে জীবানুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে।
৯। খামারের সামনে অবশ্যই ফুটবাথের ব্যবস্থা করতে হবে এবং সেখানে পটাশের পানি নিয়মিত পরিবর্তন করে দিতে হবে।
১০। এই সময় বহিরাগতদের খামারের ভিতর প্রবেশ নিষেধ করতে হবে।
সবশেষে, আপনারা সতর্কতা আপনাকেই মেনে চলতে হবে। আর মনে রাখবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধ, মাংস, ডিমের কোন বিকল্প নেই। তাই বেশি বেশি করে দুধ, মাংস ও ডিম খান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন।