ইন্স্যুরটেক (ইন্স্যুরেন্স + টেকনোলজি) কোম্পানিগুলো এমন প্রতিষ্ঠান যারা আধুনিক প্রযুক্তি—যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), বিগ ডেটা এবং মেশিন লার্নিং—ব্যবহার করে বীমা সেবা উদ্ভাবন ও সহজতর করে। এসব কোম্পানি বীমা গ্রহণের প্রক্রিয়া যেমন: পলিসি রেজিস্ট্রেশন, ঝুঁকি মূল্যায়ন, ক্লেইম দাখিল এবং গ্রাহক সহায়তা সহজ করে তোলে।
ফলে, বীমা সেবা সাধারণ জনগণের জন্য আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং কার্যকর হয়ে ওঠে—বিশেষ করে প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য।
আদর্শ প্রাণিসেবা লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) কর্তৃক অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত ইন্স্যুরটেক প্রতিষ্ঠান।
আমরা সেনা ইন্স্যুরেন্স পিএলসি, নিটল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ফিনিক্স ইন্স্যুরেন্স এর সাথে কাজ করি।
আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), ক্লাউড-ভিত্তিক মনিটরিং সিস্টেম এবং মেশিন লার্নিং (ML)-এর মতো আধুনিক 4IR প্রযুক্তি ব্যবহার করে গবাদিপশুর মাজল-ভিত্তিক শনাক্তকরণ, রিয়েল-টাইম স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং সাশ্রয়ী বীমা সেবা গ্রহণে সহায়তা করি।।
আমাদের অন্যতম প্রধান কাজ হিসেবে আমরা আইডিআরএ-অনুমোদিত বীমা কোম্পানিগুলোর অংশীদারিত্বে কৃষকদের বীমা সুবিধা গ্রহণে সার্বিক সহায়তা প্রদান করি। আমাদের সেবার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে: রেজিস্ট্রেশন সম্পাদন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে সহায়তা, দাবি দাখিল প্রক্রিয়া সম্পন্নকরণ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান। এই প্রক্রিয়ায় কৃষকরা ১৫ কার্যদিবসের মধ্যে গরুর মূল্যের সর্বোচ্চ ৯০% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে সক্ষম হন।
"আদর্শ প্রাণিসেবা লিমিটেড" বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) সার্টিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম যা প্রান্তিক খামারিদের জন্য গরুর আর্থিক নিরাপত্তা, বীমা গ্রহণের সহজতর প্রক্রিয়া এবং টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। আদর্শ প্রাণিসেবা লিমিটেড ডিজিটাল ইন্স্যুরটেক সমাধানের মাধ্যমে বাংলাদেশের খামারিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আদর্শ প্রাণিসেবা লিমিটেডকে আইডিআরএ থেকে অনুমোদন ও লাইসেন্স প্রদান করা হয়েছে।
লাইসেন্স নম্বর:
৫৩.০৩.০০০০.০১৭.১৬.০৩৫.২০২৪
ইস্যু তারিখ:
১৩ জুন ২০২৪
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
সেনা ইন্সুরেন্স পিএলসি
বর্তমানে ব্রাঞ্চ অফিসের মাধ্যমে পার্টনার বীমা কোম্পানিগুলোর জন্য বীমা পণ্য বিপণন করা হচ্ছে। এছাড়াও ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করা হচ্ছে।
বীমা পণ্য বিপণন ও অনলাইন বিক্রির প্ল্যাটফর্ম প্রস্তুত করা হচ্ছে, খুব শীঘ্রই উদ্বোধন করা হবে।
সেনা ইন্সুরেন্স পিএলসি (পরিকল্পনাধীন)
কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন শ্রেণীর বীমা সেবা প্রদান করা
আদর্শ প্রাণিসেবা লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম আইওটি-ভিত্তিক গবাদিপশু পর্যবেক্ষণ প্ল্যাটফর্মযা৪র্থ শিল্পবিপ্লব প্রযুক্তি (AI, IoT, Machine Learning) ব্যবহার করে গবাদিপশুর মাজল-ভিত্তিক শনাক্তকরণ, রিয়েল-টাইম স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং তথ্যনির্ভর ক্লেইম যাচাই করার মাধ্যমে কৃষকদের জন্য সাশ্রয়ী বীমা সেবা নিশ্চিত করি।
আমরা নিজেরা কোনো বীমা প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নই, বরং আইডিআরএ অনুমোদিত স্বনামধন্য বীমা কোম্পানির অংশীদার হিসেবে কৃষকদের জন্য রেজিস্ট্রেশন, ডকুমেন্ট সংগ্রহ, ক্লেইম দাখিল, ক্লেইম ফলোআপ এবং ধারাবাহিক প্রযুক্তিগত সহায়তা প্রদান করি।
আদর্শ প্রাণিসেবা লিমিটেড বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) থেকে লাইসেন্সপ্রাপ্ত ইন্স্যুরটেক প্রতিষ্ঠান, যার লাইসেন্সের আওতায় আমরা প্রান্তিক কৃষকদের জন্য বীমা গ্রহণে সহায়তা করার মতো কার্যক্রম পরিচালনা করতে পারি।
আমরা সেনা ইন্স্যুরেন্স পিএলসি, নিটল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর অংশীদার হিসেবে কাজ করি। শুধু গরু নয়, এখন কৃষকরা ফসল বীমা গ্রহণেও সহায়তা পাচ্ছেন আমাদের মাধ্যমে।
দূরবর্তী চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা
কৃষকদের জন্য বাজার সংযোগ সুবিধা
রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ ও প্রতিবেদন
আমাদের এ-প্ল্যাটফর্মটি বিনিয়োগকারিদেরকে খামারিদের ভাগ্যোন্নয়নের জন্য বিনিয়োগ করার সুযোগ করে দেয়।
ভবিষ্যতে আমরা শুধু গবাদিপশু নয়, মাছচাষ (ফিশারিজ) ও অগ্নিকাণ্ড বীমা অন্তর্ভুক্ত করে আমাদের সেবার পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা করেছি। আমাদের লক্ষ্য হলো প্রতিটি কৃষক, খামারি ও মৎস্যচাষিকে আধুনিক প্রযুক্তি এবং অর্থনৈতিক সুরক্ষার আওতায় আনা।
আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানিগুলোর সাথে কাজ করি