আদর্শ প্রাণিসেবার গরুর ওজন মাপার অ্যাপ
2023-10-17
গরু কিনতে গিয়ে ভাবছেন মাংস কতটুকু পাবেন? ভাবছেন বেশী দামে কিনলাম নাকি? চিন্তার আর কোন কারন নেই, এসে গেল আদর্শ প্রাণিসেবার গরুর ওজন মাপার অ্যাপ।
প্রানিসেবা নিয়ে এল আপনাদের জন্য সহজ একটি অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপ ব্যবহার করে সহজেই আপনি জেনে নিতে পারবেন আপনার গরুর ওজন। আর গরুর লাইভ ওজন থেকে আপনি সহজেই বের করতে পারবেন আনুমানিক কতটুকু মাংস হবে।
সঠিকভাবে পরিমাপ করা কৃষক এবং খামারীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি তাদের গবাদি প্রাণী পালন করতে, খাবার ব্যাবস্থনা করতে এবং প্রজনন সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ওজন নির্ধারণে আদিকাল থেকে আমাদের দেশে শারীরিক ওজনের স্কেল ব্যবহার করা হয় কিংবা প্রাণীর আকার থেকে ওজন দৃশ্যত অনুমান করা হয়ে থাকে। কিন্তু আন্দাজ করে মাপা পদ্ধতি ত্রুটিযুক্ত এবং যন্ত্র দিয়ে মাপার মেশিন ব্যায়বহুল।
এই সমস্যা সমাধানের জন্য, আদর্শ প্রাণিসেবা Cattle Weight Calculator নামে একটি অ্যাপ তৈরি করেছে যা স্মার্টফোন ব্যবহার করে গবাদি প্রাণির ওজন নির্ভুলভাবে অনুমান করে। শুধুমাত্র প্রাণীর একটি ছবি তোলার মাধ্যমে, সহজ কয়েকটি রেফেরন্স পয়েন্ট ব্যবহার করেই আদর্শ প্রাণিসেবার সিস্টেমটি ন্যূনতম সময়ের মধ্যে একটি সঠিক ওজন অনুমান প্রদান করতে সক্ষম। গবাদি প্রাণির ওজন অনুমানের জন্য প্রাণিসেবার এই সিস্টেমটি ব্যবহারের বিভিন্ন সুবিধা রয়েছে। প্রাণিসেবার সিস্টেমটি ৫% এর কম ত্রুটিহারসহ অত্যন্ত সঠিক ওজন অনুমান প্রদান করতে সক্ষম। এটি চাক্ষুষ অনুমান করার চেয়ে অনেক বেশি নির্ভুল।
আদর্শ প্রাণিসেবার সিস্টেমটি স্মার্টফোন থেকেই ব্যবহার করা যায় বিধায় গ্রামের কৃষক এবং খামারিরা - যাদের শারীরিক ওজনের মাপার বড় স্কেলগুলি ব্যাবহারের তেমন সুযোগ নেই কিংবা উচ্চমূল্যের কারণে সেটা সহজে কেনা সম্ভব নয় - তাদের জন্য খুবই সহায়ক হবে।
আদর্শ প্রাণিসেবা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ভিত্তিক সিস্টেমটি তৈরি করতে কম্পিউটার ভিশনের (Computer Vision) কৌশলগুলি ব্যবহার করেছে। বিশেষত, প্রাণিসেবা চিত্রগুলি প্রক্রিয়া করতে এবং ওজন অনুমান করতে বিশেষ চিত্র বিশ্লেষন প্রক্রিয়া ব্যবহার করেছে।
আদর্শ প্রাণিসেবা বিশ্বাস করে অ্যাপটি প্রায় নির্ভুলতাসহ কৃষক এবং ক্রেতা উভয়ের জন্য অনেক সুবিধা বয়ে আনবে। ভবিষ্যতে প্রাণিসম্পদ ব্যবস্থাপনার উন্নতিতে এই প্রযুক্তি ব্যবহার নতুন দিগন্তের সুচনা করবে।
ব্যবহার বিধি জানতেঃ https://drive.google.com/file/d/1ryG3-YnBkMCWndQCFwoRHR-p_LVeZgiE/view
ইউটিউব ভিডিওঃ https://www.youtube.com/watch?v=jfEj_5Ox45I